রবিবার, ২৩ মার্চ, ২০২৫

১০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন।


সামনে আসছে ঈদ। এই সময়ে প্রিয়জনকে অথবা নিজের জন্য স্মার্টফোন কিনতে চাই আমরা সকলেই। বাজারে এখন পাঁচ হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ টাকার বেশি দামী স্মার্টফোন পাওয়া যায়। বাজারে এখন দশ হাজার টাকার মধ্যে বেশ কিছু ব্রান্ডের স্মার্টফোন পাওয়া যাচ্ছে।

আইটেল এ৫০ সি

৭৪৯৯৳







আইটেল এ৫০ সি স্মার্টফোনটি দাম পড়বে মাত্র ৭,৪৯৯ টাকা। ২ জিবি র‍্যামের এই স্মার্টফোনে রয়েছে ৫০০০-৫৯৯৯ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি। স্মার্টফোনটিতে ডুয়েল সিম ব্যবহার করা যাবে। এই ফোনের আইপিএস এলসিডি ডিসপ্লের রেজুলেশন ফুল এইচডি। ফোনটির ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরা ১০ মেগাপিক্সেল। ফোনটির ডিসপ্লের আকার ৬ ইঞ্চি। এই ফোনটির ভিডিও রেজুলেশন ১০৮০ পিক্সেল। ফোনটিতে আরো রয়েছে ব্লুটুথ, জিপিএস, ওয়াই-ফাই, ইউএসবি সংযোগের এই ফোনটি ফোর-জি নেটওয়ার্ক সাপোর্ট করে।

নোকিয়া সি১২ প্রো

৭৪৯৯৳








নোকিয়া সি১২ প্রো ফোনটির দাম পড়বে মাত্র ৭৪৯৯ টাকা। ফোনটিতে ডুয়েল ন্যানো সিম ব্যবহার করা যাবে। ফোনটিতে রয়েছে ফোর-জি নেটওয়ার্ক সাপোর্ট। ফোনটির আইপিএস এলসিডি ডিসপ্লের আকার ৬.৩ ইঞ্চি। ফোনটির রেজুলেশন ৭২০ × ১৬০০ পিক্সেল। ফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে অক্টা-কোর প্রসেসর। জিপিইউ হিসেবে রয়েছে আইএমজি ৮৩২২। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগাপিক্সেল এবং ব্যাক ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেল। অ্যান্ড্রয়েড ১২ (গো সংস্করণ) এই ফোনে থাকছে অ্যাক্সিলোমিটার ও প্রক্সিমিটি সেন্সর। ফোনটিতে রয়েছে লিথিয়াম আয়নের ৪০০০ এম এমএএইচ ব্যাটারি।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: