সাকিবের কানপুর টেস্টে খেলা নিয়ে যা বললেন হাতুরাসিংহে।

চেন্নাই টেস্ট চলাকালীন সময় সাকিব আল হাসানকে নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ভারতের সাবেক স্পিনার ও বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে কাজ করা মুরালি কার্তিক জানান, বাঁ হাতের স্পিনিং আঙুলে অস্ত্রোপচার করানোর কারণেই বলের অনুভূতি পাচ্ছেন না তিনি। যার কারণে প্রথম ইনিংসে বোলিং করতে দেরিতে আসেন তিনি।

সাকিবের বিষয়টি প্রকাশ্যে আসার পরেই আলোচনা শুরু হয় দ্বিতীয় টেস্টে তার একাদশে জায়গা হবে কি না।

কানপুর টেস্টে বাংলাদেশি অলরাউন্ডারকে খেলানো হবে কি না এবং শিষ্যের চোট সম্পর্কে গুরু চন্ডিকা হাতুরাসিংহে অবগত ছিলেন কি না, তা আজ সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল। শ্রীলঙ্কান কোচ জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে সাকিবের চোটের বিষয়টা তিনি জানেন না। তিনি বলেছেন, ‘সাকিবের চোটের ব্যাপারে অফিশিয়ালি আমার কিছু জানা নেই।’
কানপুর টেস্টে তাই সাকিবের না খেলার কোনো কারণ দেখছেন না বলেও জানিয়েছেন হাতুরাসিংহে।

বাংলাদেশি কোচ বলেছেন, ‘সাকিবকে নিয়ে এই মুহূর্তে কোনো অনিশ্চয়তা নেই। আমি ফিজিও কিংবা কারো কাছ থেকে এ বিষয়ে কিছু শুনিনি।’
চেন্নাই টেস্টে বোলিংয়ে উইকেট না পেলেও ব্যাটিংয়ে দুই ইনিংসে ৩২ ও ২৫ রান করেছেন সাকিব। ব্যাটিংয়ের শুরুটা ভালো করলেও শেষটা করতে না পারলেও ৩৭ বছর বয়সী অলরাউন্ডারের পারফরম্যান্সে হতাশ নন হাতুরাসিংহে।

তিনি বলেছেন, ‘আমি তার পারফরম্যান্স নিয়ে হতাশ নই, গোটা দলের পারফরম্যান্স আরো ভালো হতে পারত। আমি নিশ্চিত সেও এটা জানে যে আরো ভালো পারফরম করতে পারে। তার সামর্থ্য আমরা সবাই জানি। আমার মতে, দ্বিতীয় ইনিংসে সে সত্যিই ভালো ব্যাটিং করেছে।’
নবীনতর পূর্বতন