রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪

বাংলাদেশ সিরিজের দল ঘোষণা ভারতের।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি ২০ সিরিজের জন্য ভারত দল ঘোষণা করেছে শনিবার। দীর্ঘদিন পর দলে ফিরলেন কলকাতা নাইটরাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। 

এছাড়া প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন মায়াঙ্ক যাদব। ভারতীয় টি ২০ দলে প্রাধান্য দেওয়া হয়েছে তরুণদের। তবে ১৫ সদস্যের দলে রহস্যজনক স্পিনার বরুণের সুযোগ পাওয়াটাই বড় চমক।

শেষবার তিনি টি ২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ২০২১ সালে। ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন কলকাতা নাইটরাইডার্সের সর্বোচ্চ উইকেট শিকারি এই বাঙালি স্পিনার ১৫ ম্যাচে ২১ উইকেট নিয়েছিলেন। 

ভারতের টেস্ট দলের সদস্য শুবমান গিল, যশ্বসী জয়সওয়াল, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল ও মোহাম্মদ সিরাজকে বিশ্রাম দেওয়া হয়েছে।

চলমান টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত। আগামী ৬ অক্টোবর গোয়ালিয়রে প্রথম ম্যাচ দিয়ে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দ্বিতীয় ম্যাচ ৯ অক্টোবর দিল্লিতে। আর ১২ অক্টোবর হায়দরাবাদে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ।

ভারত টি-টোয়েন্টি দল-
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), আর্শদীপ সিং, হর্ষিত রানা, মায়াঙ্ক যাদব।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: