বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

নেইমারের মাঠে ফেরার ব্যাপারে যা বললেন আল-হিলাল কোচ।

নেইমার সবশেষ কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন, সেটার প্রায় এক বছর হতে চললো। নেইমার কবে মাঠে ফিরবেন, সে নিয়ে গুঞ্জন চলমান। নেইমারের ক্লাব আল-হিলালের কোচ হোর্হে হেসুস নেইমারের ফেরা নিয়ে অবশ্য একটা বার্তা দিয়েছেন, তবে সে বার্তায় ব্রাজিল তারকার ভক্তদের জন্য তেমন কোনো সুখবর নেই।

নেইমার ২০২৩ সালের অক্টোবরের আন্তর্জাতিক বিরতি ব্রাজিলের সঙ্গে উরুগুয়ের ম্যাচে গুরুতর ইনজুরিতে পড়েন। সে ম্যাচে একই সঙ্গে তাঁর মেনিসকাস এবং অ্যান্টেরিয়র ক্রুশিয়েট লিগামেন্ট ইনজুরি ধরা পড়ে। এর আগে ঐতিহাসিক এক ট্রান্সফারে তিনি পিএসজি থেকে আল হিলালে এসেছিলেন আগস্ট মাসে। আল-হিলালের জার্সি চাপিয়ে খেলেছেন মাত্র পাঁচটি ম্যাচ। 

ইনজুরির পর নেইমারের পায়ে সার্জারিও হয়েছে, ট্রেনিংয়েও ফিরেছিলেন জুলাই মাসে। নেইমারের মাঠে ফেরা নিয়ে জোর গুঞ্জন শোনা গেলেও আপাতত এই বছর যে নেইমার মাঠে ফিরছেন না, তা পরিষ্কার জানিয়ে দিয়েছেন আল-হিলালের পর্তুগিজ কোচ হোর্হে হেসুস। কিং কাপ অব চ্যাম্পিয়নস টুর্নামেন্টে আল বুকারিয়াহ্কে এক গোলের ব্যবধানে হারানোর পর সংবাদ সম্মেলনে হেসুস জানান, নেইমার এখনো মাঠে ফেরার জন্য প্রস্তুত নন।

“নেইমার আল-হিলালের জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। তবে, এই মুহূর্তে নেইমারের ফেরার সঠিক দিন-তারিখ বলতে পারছি না। তবে, ওর পরিস্থিতি সম্পর্কে জানুয়ারি মাসে আরো ভালো ধারণা পাবো”,
মঙ্গলবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানান আল-হিলালকে নিয়ে গত মৌসুমে ১৯ তম লিগ টাইটেল জেতানো হেসুস।

গত বছর উরুগুয়ের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার। ছবি: সংগৃহীত

নেইমার যদি ইনজুরি কাটিয়ে জানুয়ারির আগেই ফিরে আসেন, তারপরও তিনি আল-হিলালের জার্সি চাপিয়ে সৌদি প্রো লিগে ম্যাচ খেলতে পারবেন না। সৌদি প্রো লিগে প্রতিটি দলে ২১ বছরের ঊর্ধ্বে সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় রেজিস্ট্রেশন করিয়ে খেলানো যায়। নেইমার ইনজুরিতে বাইরে থাকায় তাঁর পরিবর্তে সাবেক বেনফিকা তারকা মার্কোস লিওনার্দোকে রেজিস্টার করিয়েছে আল-হিলাল।

জানুয়ারি মাসে অবশ্য মৌসুমের বাকি সময়ের জন্য আবারও খেলোয়াড় রেজিস্টার করাতে পারবে ক্লাবটি। নেইমার ইনজুরি কাটিয়ে ফিরলে তখনই তাঁকে রেজিস্টার করানো হবে বলে জানাচ্ছে অ্যাসোসিয়েটেড প্রেস। তবে এর আগে মাঠে ফিরলে নেইমার এএফসি চ্যাম্পিয়নস লিগ এলিটে ম্যাচ খেলতে পারবেন, কারণ সেখানে বিদেশি খেলোয়াড়ের সংখ্যা নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। 

২০২৩ সালের আগস্ট মাসে পিএসজি থেকে দুই বছরের চুক্তিতে সৌদি ক্লাব আল-হিলালে পাড়ি জমান ৩২ বছর বয়সী নেইমার। ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৫ সালের আগস্ট মাসে।

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.

0 coment rios: