সাভারে ছাত্র-জনতার বৈষম্যবিরোধী আন্দোলনে গুলি চালিয়ে কাঠমিস্ত্রি তুহিন আহমেদ (৩১) হত্যার ঘটনায় সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ২৯৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাতে সাভার মডেল থানায় এই মামলা করেন নিহত তুহিন আহমেদের স্ত্রী রিয়া শেখ।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া। মামলায় অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পরের সঙ্গে যোগসাজশ করে অস্ত্রশস্ত্র নিয়ে দাঙ্গা, মারধর এবং গুলি চালিয়ে তুহিন আহমেদকে হত্যা করেন ও হত্যার নির্দেশ দেন।
তুহিন আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার সোনারামপুর গ্রামের বাসিন্দা, তিনি সগির আহমেদের ছেলে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিদ্রোহের মাধ্যমে রক্তক্ষয়ী অধ্যায়ের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং তিনি দেশত্যাগ করে ভারতে পালিয়ে যান।
২০ জুলাই বিকেলে সাভারের রানা প্লাজা ধসে পড়া ভবনের কাছে ছাত্র-জনতার আন্দোলনের সময় তুহিন আহমেদ গুলিবিদ্ধ হন। তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে, ২৩ জুলাই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এই মামলায় ওবায়দুল কাদের ছাড়াও আসামিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি এবং পৌরসভার সাবেক মেয়র আব্দুল গণি, সাভার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন, আমিনবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান রকিব আহমেদ, ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফকরুল আলম সমর, এবং সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক।
Tags
রাজনীতি