স' ন্ত্রা' সীর ছুড়ির আঘাতে মৃত্যু লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জনের।


ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.....

কক্সবাজারের চকরিয়ায় ডুলহাজারা গ্রামে যৌথবাহিনীর অভিযান পরিচালনা করার সময় লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (বিএ-১১৪৫৩) নিহত হয়েছে।

রাত আনুমানিক আড়াইটার দিকে একটা সোর্সের বরাত দিয়ে অস্ত্রসহ স' ন্ত্রা' সীর খোঁজ পেয়ে আর্মির একটা টিম অভিযানে গিয়েছিলো। লে. তানজিম নেগোসিয়েট করতে এগিয়ে যায়, এক পর্যায়ে কথা কাটাকাটি হইলে গলায় ৩ বার ছুরি দিয়ে মারাত্মক আঘাত করে। এরপর বাম চোখে একবার আঘাত করে, একদম চোখের ভেতরে ছুরি বসিয়ে দেয়। গলার আঘাত বেশি গভীর হওয়ায় ব্লিডিং হয় প্রচুর। সিএমএইচ এ আনার আগেই মারা গেছে।
নবীনতর পূর্বতন