চার বিভাগে ভারি বৃষ্টির সতর্কবার্তা।
আশ্বিনের প্রথম সপ্তাহ শেষে দেশের চার বিভাগে তিনদিন ভারি বৃষ্টি হতে পারে। এজন্য সতর্কবার্তা দেয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে। সোমবার রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে এ সতর্কবার্তা দেয়া হয়।
সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমে বায়ুর প্রভাবে মঙ্গলবার সকাল ৬ টা থেকে পরবর্তী ৭২ ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও রংপুর বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।
এমন বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধ্বস হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে এই বার্তায়।
সাধারণত ২৪ ঘন্টায় ১ থেকে ১০ কিলোমিটার বৃষ্টি হলে তা হালকা, ১১ থেকে ২২ কিলোমিটার বৃষ্টি হলে তা মাঝারি, ২৩ থেকে ৪৩ কিলোমিটার বৃষ্টি হলে তা মাঝারি ধরনের ভারি, ৪৪ থেকে ৮৮ কিলোমিটার বৃষ্টি হলে তা ভারি এবং ৮৮ কিলোমিটারের বেশি বৃষ্টি হলে তাকে অতিভারী বৃষ্টিপাত বলা হয়।
আবহাওয়ার নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, সোমবার সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় বরিশাল, চট্টগ্রাম, খুলনা, সিলেট বিভাগের কোথাও কোথাও এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
সোমবার সন্ধ্যা ৬ টা পর্যন্ত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১০২ কিলোমিটার বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলীতে।
এছাড়া কুমিল্লায় ৪৫, নেত্রকোনায় ৪৪, বান্দরবানে ২৯ কিলোমিটার সহ দেশের বিভিন্ন স্থানে কম বেশি বৃষ্টি হয়েছে।
এর আগে দিনের বেলায় আবহাওয়াবিদ ওমর ফারুক সাহেব বৃষ্টির আশঙ্কা প্রকাশ করে বলেছিলেন, দেশের দক্ষিণাঞ্চলের গরম কমবে আর মঙ্গলবার থেকে সারাদেশের গরম কমতে থাকবে।
Tags
আবহাওয়া